শুক্রবার, ১৬ মে, ২০১৪

বোনকোলা গ্রামের ইতিকথা


বোনকোলা গ্রামের ইতিকথা

মোঃ তোফাজ্জল হোসেন
সাবেক শিহ্মক/ অধ্যহ্ম (ভারপ্রাপ্ত)
বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজ

বোনকোলা গ্রামের নাম করণ সকলের অজানা, তবে শোনা যায় অনেক পুরাতন গ্রাম বোনকোলা।আরো শোনা যায় অনেক আগে নাকি পদ্মা নদীর উত্তর পারে একটা কোল ছিল এবং ঐ কোলের ধারে বন খাগড়ায় আবৃত্ত একটি জায়গায় প্রথমত বন কেটে কোলের ধারেই জনবসতি শুরু হয়।এই ভাবে জনবসতি বাড়তে থাকে আর এই ভাবে গ্রামটার নাম হয় “বোনকোলা” অনেকেই মনে করেন। বোনকোলা গ্রামের উত্তরে ও পূর্বে বিল গন্ডহস্থি, পশ্চিমে হ্মেতুপাড়া,তৈলকুন্ড, দাসপাড়া গ্রাম।আগে এই গ্রামে প্রায় সব ধরনের মানুষের বসবাস ছিল।এখন বসবাস করে এক ঘর হিন্দু ও বাকি সকলে মুসলিম। ১৯৭২ সালের আগে এই গ্রামের অবস্থা ভালো ছিলোনা। কারণ প্রতি বৎসরই বণ্যার পানিতে ঘর-বাড়ি ও ফসল ডুবে নষ্ট হয়ে যেত।  পদ্মা নদীরপার দিয়ে মজিব বাঁধ নামে বাঁধ দেওয়াতে এই এলাকা বণ্যার কবল থেকে রহ্মা পায়।ফসলের উৎপাদন ভালো হয় এবং উন্নয়নের ছোয়া লাগে এই গ্রামে। ২০০১ সালের দিকে গ্রামের রাস্থা-ঘাটের উন্নয়ন ঘটে।অধিবাসি প্রায় ৮০% লোক কৃষি কাজ করে এবং ২০% লোক চাকুরি জীবি। শিহ্মার হার প্রায় ৮০% আর প্রায় ১০ হাজার লোকের বসবাস এই গ্রামে।এই গ্রামের উন্নয়নেয় পিছনে অনেক লোকের নাম জড়িত যাদের নাম জানা সম্ভব নয়। বোনকোলা গ্রামকে একটি ডিজিটাল গ্রাম করার লহ্মে কাজ চলছে আপনিও অবদান রাখুন।আসুন আমরা সকলে আমাদের গ্রামকে ভালোবাসি।
                                     -সংহ্মিপ্ত ইতিহাস

1 টি মন্তব্য: